গাড়ির নিরাপত্তা চিপ কোম্পানি ‘অটোটকস’ কিনছে কোয়ালকম
অটোটকস নামের ইসরায়েলভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান কিনতে সম্মত হয়েছে কোয়ালকম। টেকক্রাঞ্চের তথ্যমতে, এই চুক্তিটি ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ডলারে সম্পন্ন হতে পারে। খবর এনগ্যাজেট।
অটোটকস চিপ এবং ভেহিকল টু এভরিথিং (ভিটুএক্স) কমিউনিকেশন প্রযুক্তি সরবরাহ করে থাকে, যা সাধারণ ও চালকবিহীন গাড়ি উভয় ক্ষেত্রে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করে।
এক বিবৃতিতে কোয়ালকম জানিয়েছে, ক্লাউডভিত্তিক সহায়তা ও চালকবিহীন ড্রাইভিং প্রযুক্তি স্ন্যাপড্রাগন ডিজিটাল চ্যাসিসে অটোটকসের ইতিমধ্যেই নির্মিত ডুয়াল মোড ও স্ট্যান্ডঅ্যালন সেফটি সল্যুউশন যুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি







